আজ ২২ শে শ্রাবণ : কথা কবিতা গানে কবিগুরুকে স্মরণ করবে চাঁদপুর সাহিত্য একাডেমি
নিজস্ব প্রতিবেদক :
বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ শনিবার । ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ জীবনাবসান হয় বিশ্ববরন্য কবির । জীবদ্দশায় বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে সফলতার সঙ্গে বিচরণ করেন তিনি।
রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
২২ শে শ্রাবণ কবিগুরুর ৮১ তম প্রয়াণ দিবসে চাঁদপুর সাহিত্য একাডেমির আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ দিন তথা আজ ২২ শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ, ৬ আগষ্ট ২০২২ শনিবার কথা, কবিতা ও গানে কবিগুরুর রবীন্দ্রনাথকে স্মরণ করবে চাঁদপুর সাহিত্য একাডেমি।
বিকেল ৪ টা থেকে সন্ধ্যা অবদি এ আয়োজনে জেলার কবি সাহিত্যিক ও সাহিত্য অনুরাগিদের উপস্থিত থাকার জন্য আনুরোধ জানিয়েছেন, চাঁদপুর সাহিত্য একাডেমির সদস্য সচিব শাহাদাত হোসেন শান্ত।