কুমিল্লা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির কমিটি গঠন, সভাপতি শাহআলম, সম্পাদক বাদল চন্দ্র
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে কুমিল্লা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির ২০২৪-২০২৫ সালের নবগঠিত কমিটির সভাপতি মো. শাহ আলম খান, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র সাহা। শুক্রবার সকালে চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচিত করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা বস্ত্র সমিতির সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস পরিচালায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি নজরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রনজিত রায়সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম বলেন, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে সাধারণ সভায় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটির ৪ সদস্যদের কমিটি সকলের মতামতের ভিত্তিতে ৮মার্চ শুক্রবার কুমিল্লা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির ২০২৪-২০২৫ সালের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়। এরপর নতুন কমিটির সদস্যদেরকে শপত পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম। পরে এক প্রতিক্রিয়া সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সমিতির সুনাম রক্ষায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ মিয়া, সহ-সভাপতি সংকর কুমার পোদ্দার, সহ-সাধারণ সম্পাদক সোহেল মৃধা, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন দুলাল, সহ-কোষাধক্ষ খোকন রায়, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন খান, দপ্তর ও প্রচার সম্পাদক আকাশ সরকার, কার্যকরী সদস্য রায়হান চৌধুরী, দীন ইসলাম, হাবীব, অপু ও হাশেম।