কোন সংকট নেই, পহেলা জানুয়ারি বই উৎসব করতে পারব : শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
এ বছর কাগজ, বিদ্যুৎ বা অন্য কোন সংকট নেই, তাই যথা সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে বইয়ের জন্য প্রাথমিকের টেন্ডার কাজ শেষ হয়েছে এবং মাধ্যমিক পর্যায়ের টেন্ডারের চলছে। ক্যাবিনেটের ইকোনমিক অ্যাফেয়ার্সে নিয়মিত আমাদের একের পর এক প্যাকেজ যাচ্ছি এবং সেখান থেকে অনুমোদন হয়ে আসছে। খুব শিগ্রই সব টেন্ডার কাজ শেষ হবে এবং এবছর যথা সময়েই সব উপজেলায় বই পৌঁছে যাবে এবং পহেলা জানুয়ারি বই উৎসব করতে পারব।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ অনেকে।