চাঁদপুরের যেসব ব্যক্তি-সংগঠন পেলো ১৯ লক্ষাধিক টাকার অনুদান

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর যৌথ আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ৬৩টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে ১৮ লক্ষ ৪৮ হাজার টাকার সাধারণ অনুদান, ২১ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ১ হাজার এবং ০৬ জন ব্যক্তিকে ৩৬ হাজার টাকার বিশেষ অনুদানের চেক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক চাঁদপুর অঞ্জনা খান মজলিশ প্রধান অতিথি হিসেবে ৩১ আগস্ট ২০২১ খ্রিঃ বেলা ১১টায় তাঁর সম্মেলন কক্ষে ৬৩ টি সংগঠনের প্রতিনিধি ও ২৭ জন শিক্ষার্থীর হাতে উক্ত অনুদানের চেক তুলে দেন।
অনুদানপ্রাপ্ত সংগঠনসমূহ হচ্ছে ১। আঞ্জুমানে খাদেমুল ইনসান, তালতলা রোড, চাঁদপুর (রেজিঃ নং ঃ ২৪৬৬/৬৮, তাঃ ৩০/৯/১৯৬৮ খ্রিঃ) ২,০০,০০০/- ২। মেঘনার পাড় সামাজিক কল্যাণ সংস্থা, হাজী মহসিন রোড, নতুনবাজার, চাঁদপুর (চাঁদ/৬৩৪/২০০৮ ইং, তাং ২৬/০২/২০০৮ ইং) ২০,০০০/- ৩। দৃষ্টি সমাজ কল্যাণ প্রতিষ্ঠান বিষ্ণুদী প্রেসক্লাব রোড, চাঁদপুর (রেজিঃ নং চাঁদ ০২/৮৬ ইং) ২০,০০০/- ৪। হরিজন সমাজ উন্নয়ন সংস্থা, স্বর্ণখোলা রোড, চাঁদপুর (রেজিঃ নং ঃ চাঁদ/৭১১/২০১১), ৩০,০০০/- ৫। নবরুপ মানবিক উন্নয়ন সংস্থা, রহমতপুর আ/এ , চাঁদপুর (রেজিঃ নং চাঁদ/৭৪২/২০১৫, তাং ১৫/৯/২০১৫) ৩০,০০০/- ৬। সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অব ইন্টেলেকচুয়াল ডিজেবল বাংলাদেশ, বিপনীবাগ, কুমিল্লা রোড, চাঁদপুর (রেজিঃ নং ঃ ঢ-০৬৯১/৭৮ তাং ২০/১০/১৯৭৮) ২০,০০০/- ৭। ১২৫ নং কেজী সবকারি প্রাঃ বিদ্যালয় কল্যাণ সমিতি, কাজী নজরুল ইসলাম. স্ট্যান্ড রোড, চাঁদপুর (রেজিঃ নং চাঁদ৫৪২/০৪, তাং ০১/১১/২০০৪ খ্রিঃ) ২০,০০০/- ৮। শিশু থিয়েটার, প্রেসক্লাব রোড, চাঁদপুর (রেজিঃ নং ঃ চাঁদ/৬০০/০৭, তারিখ ঃ ২৩/৪/২০০৭) ২০,০০০/- ৯। সংগীত নিকেতন, লেডী দেহলোভী বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর (রেজিঃ নং ঃ কুম-৫৩৮, তাং ০৯/১১/১৯৭৭) ২০,০০০/- ১০। চাঁদপুর যুব কল্যাণ সংস্থা, কবি নজরুল ইসলাম সড়ক, পুরানবাজার, চাঁদপুর (রেজিঃ নং ঃ চাঁদ/৬১১/২০১০ খ্রীঃতাং ঃ২১/১২/২০১০ ইং) ৩০,০০০/- ১১। চাঁদপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(সিডিও),বাবুরহাট , চাঁদপুর (রেজিঃ নং ঃ চাঁদ/৬৩৩/২০০৮, তারিখ ঃ ২৪/০২/২০০৮) ২০,০০০/- ১২। স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পাটওয়ারী প্লাজা, মিশন রোড, চাঁদপুর (রেজি ঃ নং চাঁদ/৬৮৬, তাং ০৭/১২/২০১০), ২০,০০০/- ১৩। চাঁদপুর সোসিও ইকোনোমিক, অর্গানাইজেশন (িিস্সইডিও), চৌধুরী প্লাজা, ওয়ারলেছ বাজার চাঁদপুর (চাঁদ/৬৩৮/০৮,তাং-১৯/০৩/০৮) ২০,০০০/- ১৪। বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ), বাগানবাড়ি, নাজির পাড়া, চাঁদপুর (৭৩৮/২০১৫, তাঙ ২০/৪/২০১৫), ৩০,০০০/- ১৫। অন্ধ কল্যাণ সংস্থা, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যালয়, বাবুরহাট, চাঁদপুর (চাঁদ/৫৬৯/৬৭৫/৮১/৮৬ , তাং ১৩/১২/১৯৮৬), ৫৮,০০০/-
১৬। সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থ্যা, সাং- মৈশাদী, চাঁদপুর সদর,চাঁদপুর (নিবন্ধন- চাঁদ৭৩২/১৩, তাং- ২৬/১২/২০১৩) ৩০,০০০/-১৭। হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন, সাং- মধ্য বালিয়া, চাঁদপুর সদর,চাঁদপুর ( নিবন্ধন-চাঁদ ৭২৪/১২তাং- ২৯/০২/২০১২), ২০,০০০/-১৮। ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থা, সাং- মধ্বালিয়া, চাঁদপুর সদর, চাঁদপুর (নিবন্ধন-চাঁদ২৯৬/৯৭,তাং- ১৯/১০/১৯৯৭) ৩০,০০০/-১৯। মধ্য বালিয়া, সমাজ উন্নয়ন সংস্থা, সাং- ফরক্কাবাদ, চাঁদপুর সদর, চাঁদপুর (নিবন্ধন-চাঁদ৫৮৯/০৪,তাং- ১৮/০৪/২০০৪) ৩০,০০০/-২০। নবারুন যুব সংঘ, সাং- কামরাঙ্গা বাজার, চাঁদপুর সদর , চাঁদপুর (নিবন্ধন- চাঁদ ৫৬/৮৬, তাং- ২২/১২/১৯৮১) ২০,০০০/-
২১। রুপসী বাংলা সংস্হা, টি এন টি রোড, মতলব দক্ষিণ, চাঁদপুর (চাঁদ/৫২৯/২০০৪ তারিখঃ১৯/০৭/২০০৪) ৩০,০০০/-২২। বাংলাদেশ শেলটার, আর্থ সামাজিক উন্নয়ন সংস্হা, দক্ষিণ বাইশপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর (চাঁদ/৩৪৩/৯৯ ইং, তাং ১৪/০১/১৯৯৯), ৩০,০০০/-২৩। পল্লী উন্নয়ন সমন্বয় পরিষদ, দিঘলদী, মতলব দক্ষিণ, চাঁদপুর (চাঁদ/৪০০/২০০১ তাং ০৮/০২/২০০১) ২০,০০০/-২৪। সক্রিয় সমাজ উন্নয়ন সংস্হা, মহিলা কলেজ রোড, মতলব দক্ষিণ, চাঁদপুর (চাঁদ/ ৫১০/২০০৪ তাং- ৪/০১/২০০৪) ২০,০০০/-২৫। নবজীবন, নবকলস, মতলব দক্ষিণ, চাঁদপুর (চাঁদ/৭৫১/১৭ তাং-২৭/০৮/২০১৭ ইং) ৩০,০০০/-২৬। গোবিন্দপুর রিক্সা চালক সমাজকল্যাণ সংগঠন, গোবিন্দপুর, কালিকাপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর (চাঁদ/৪০৮/২০০১ তাং-১১/০৬/২০০১ ইং) ২০,০০০/-২৭। ললিতা সঙ্গীতালয়, কলাদী, মতলব দক্ষিণ, চাঁদপুর (চাঁদ/৭৩৬/২০১৫ তাং-১৮/০১/২০১৫) ২০,০০০/-২৮। রংধনু সমাজ উন্নয়ন সংস্থা, কলাদী, মতলব দক্ষিণ, চাঁদপুর (চাঁদ/৪০৫/২০০১ তাং-৩০/০৫/২০০১ ইং) ৩০,০০০/-২৯। পঞ্চগ্রাম সমাজ কল্যাণ সংঘ, নাটশাল, নারায়ণপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর (চাঁদ/৩০৮/১৯৯৮ তাং-০৪/০১/১৯৯৮ ইং) ৩০,০০০/-
৩০। সবুজ ছায়া সমাজকল্যাণ সংস্থা . গ্রামঃ মদনেরগাঁও,পোঃ চান্দ্রাবাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর (চাঁদ/৬৭০/২০১০ তাঃ ০১/০৬/২০০৭) ৩০,০০০/-৩১। বিবেকানন্দ যুব সংঘ, গ্রাম ও পোঃ – ফরিদগঞ্জ, ফরিদঘঞ্জ, চাঁদপুর (চাঁদ-৩৬৪/৯৯,তারিখঃ ১৫/১২/১৯৯৯) ৩০,০০০/-৩২। হাঁসা যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংসদ, গ্রামঃ পূঃ হাসা, পোঃ নয়াহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর, (চাঁদ-৬১১/২০০৭, তারিখঃ ২৪/০৯/২০০৭) ২০,০০০/-৩৩। পদার্পন সমাজ উন্নয়ন, গ্রামঃ দঃ কাছিয়াড়া, পোঃ ফরিদগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর (চাঁদ-৪৪১/২০০২ তাং- ১৩/০৩/২০০২) ৩০,০০০/-৩৪। সুবিদপুর উদয়ন যুব সংঘ, গ্রামঃ সুবিদপুর,পোঃ সুবিদপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর (চাঁদ-১১৩/৮৮ তাং ১০/০১/১৯৮৮) ৩০,০০০/-
৩৫। একতা সমাজ কল্যান সংস্থা, গ্রামঃচরভাঙ্গা পোঃ গন্ডমারা, হাইমচর, চাঁদপুর (চাঁদ/৬৫২/২০০৮, তাং-২৬/১১/২০০৮খ্রিঃ) ৩০,০০০/-৩৬। হ্ইামচর উপজেলা প্রতিবন্ধী, কল্যাণ সংঘ, গ্রামঃ কালিখোলা, পোঃ চরশোলাদী, উপজেলাঃ হাইমচর, জেলাঃচাঁদপুর, (চাঁদ/২৩৬/১৯৯৫, তাং০৮/০৫/১৯৯৫খ্রিঃ) ২০,০০০/-৩৭। মুক্তি ফাউন্ডেশন, গ্রামঃ-চরপোড়ামুখী, পোঃ-গন্ডামারা, উপজেলাঃ- হাইমচর, জেলাঃ-চাঁদপুর (রেজিঃনং-চাঁদ/৬৬৮/২০১০, তাং-০৯-১০-২০১০খ্রিঃ) ৩০,০০০/-৩৮। চরভৈরবী সমাজ কল্যাণ যুব সংঘ, গ্রামঃ পঃ চরকৃষ্ণপুর, পোঃ আলগী বাজার, উপজেলাঃ হাইমচর, জেলাঃ চাঁদপুর, (চাঁদ/৩৫৩/১৯৯৯, তাং-১৮-০৮-১৯৯৯খ্যিঃ) ৩০,০০০/- ৩৯। উত্তর চরভৈরবী আদর্শ যুব সংঘ, গ্রামঃ- চরভৈরবী, পোঃ- চরভৈরবী, হাইমচর, চাঁদপুর (রেজি নং-চাঁদ- ২৬৩/১৯৯৬, তাং ২০/০৭/১৯৯৬খ্রিঃ) ২০,০০০/- ৪০। শাপলা যুব সংঘ, গ্রামঃ পঃচরকৃষ্ণপুর, পোঃ হাইমচর, উপজেলাঃ হাইমচর, জেলাঃ চাঁদপুর, চাঁদ/ ১৯২/১৯৯১, তাং২১/১১/১৯৯১ খ্রিঃ ২০,০০০/-
৪১। ঠেটালিয়া কিশোর সংস্থা, ঠেটালিয়া, মতলব উত্তর, চাঁদপুর (চাঁদ/২৬২/৯৬, তাং- ৭/২/৯৬) ৩০,০০০/- ৪২। মেঘনা কর্মমূখী ও উন্নয়ন সমিতি বাগান বাড়ী, (চাঁদ/৩৬৯/০০, তাং- ২৪/২/২০০০) ৩০,০০০/- ৪৩। সুদীপ্ত সপ্তবর্ণা মৈষাদী, গজরা,মতলব উত্তর, চাঁদপুর (চাঁদ/৩৭৭/০০ , তাং- ০৭/০৬/২০০০) ৩০,০০০/- ৪৪। লবাইরকান্দি সমাজকল্যাণ সংসদ, লবাইরকান্দি, মতলব উত্তর, চাঁদপুর (কুম/৬৪৭/৮০, তাং- ১৫/৫/১৯৮০) ৩০,০০০/- ৪৫। আমিয়াপুর পাবলিক সোসিয়েল ওয়েলফেয়ার এসোসিয়েশন, সাদুল্লাপ্ ুমতলব উত্তর, চাঁদপুর (চাঁদ/৬২(৮২) ২০,০০০/-
৪৬। ধড্ডা জনকল্যাণ বহুমূখী সমিতি, গ্রামঃ ধড্ডা হাজীগঞ্জ, চাঁদপুর (চাঁদ/১৩৬(২৫৫৮) তাং ১৫-১১-১৯৬৭ খ্রিঃ) ৩০,০০০/- ৪৭। রাজাপুর প্রগতি সংসদ, গ্রামঃ রাজাপুর, পোঃ খিলপাড়া, হাজীগঞ্জ, চাঁদপুর। (কম৩৪৭/৭৩ইং/৮৬ইং) ২০,০০০/- ৪৮। হাজীগঞ্জ বনফুল সংঘ, গ্রামঃমকিমাবাদ, হাজীগঞ্জ, চাঁদপুর (চাঁদ/৯৮(৯৩১)৮৫/৮৭/১৯৮৫, তাং-২৫/১১/১৯৮৫ইং) ২০,০০০/- ৪৯। স্বনির্ভর সমাজকল্যাণ সংস্থা, গ্রাম-সাকছিপাড়া পোঃ লোধপাড়া, হাজীগঞ্জ, চাঁদপুর (চাঁদ/৬৪৬/০৮, তাং-০৪/০৮/২০০৮ইং) ২০,০০০/- ৫০। বলাখাল আদর্শ ফ্রেন্ডস ক্লাব, গ্রামঃ বলাখাল, পোঃ বলাখাল বাজার, হাজীগঞ্জ, চাঁদপুর (চাঁদ/৭৪৪/২০১৫ ইং) ৩০,০০০/-
৫১। খেড়িহর আদর্শ সমাজকল্যাণ যুব সংঘ, গ্রামঃখেড়িহর, শাহরাস্তি, চাঁদপুর (চাঁদ/৮৪(৯৫৭)/৮৬-৮৭, তারিখঃ ২৭/০২/১৯৮৬) ৩০,০০০/- ৫২। শাহরাস্তি পরিবার উন্নয়ন সংস্থা গ্রামঃসোনাপুর,শাহরাস্তি,চাঁদপুর (চাঁদ/১০১/৮৭,তাং০২/০৭/১৯৮৭) ৩০,০০০/- ৫৩। আতাকরা ফ্যামিলি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন,গ্রামঃ আতাকরা,শাহরাস্তি, চাঁদপুর (চাঁদ/৫৯৩,তারিখঃ ১৫/০৩/২০০৭) ৩০,০০০/- ৫৪। এম এ তাহের ওয়েলফেয়ার ফাউন্ডেশন,গ্রামঃ রাগৈ,শাহরাস্তি, চাঁদপুর (চাঁদ/৭৪০/২০১৫ তারিখঃ ২৯/০৬/২০১৫) ৩০,০০০/-
৫৫। ডোমরিয়া তরুন সংঘ গ্রামঃ ডোমরিয়া,পোঃ ডোমরিয়া, উপজেলাঃ কচুয়া,জেলাঃ চাদপুর ২০,০০০/- ৫৬। পিপলকরা সমাজ কল্যাণ যুব সংঘ, গ্রাম- পিপলকরা পোঃ বাজার জগৎপুর , উপজেলা- কচুয়া, চাঁদপুর (রেজিঃ নং- চাঁদ- ১৭০/৯০ তারিখঃ ১৬/০৮/১৯৯০ ইং) ৩০,০০০/- ৫৭। বরইগাঁও একতা সংঘ, গ্রাম- বরইগাঁও পোঃ রঘুনাথপুর , উপজেলা- কচুয়া, চাঁদপুর (রেজিঃ নং- চাঁদ- ২২৯/৯৪তারিখঃ ১৩/০৬/১৯৯৪ ইং) ৩০,০০০/- ৫৮। স্টুডেন্ট ক্লাব, গ্রাম- পালগিরী , পোঃ রহিমানগর , উপজেলা- কচুয়া, চাঁদপুর (রেজিঃ নং- চাঁদ- ২৩২/৯৫তারিখঃ ০২/০১/১৯৯৫ ইং) ৩০,০০০/- ৫৯। যুব ও সমাজ কল্যান সংস্থা,গ্রামঃ রামপুর, পোঃ আশরাফপুর, কচুয়া, চাঁদপুর (রেজিঃ চাঁদ/৩৯৪ /২০০০তাং০৪/১০/২০০০) ৩০,০০০/-(ত্রিশ হাজার) ৬০। স্বদেশ উন্নয়ন সংসদ, গ্রাম- কচুয়া সদর, পোঃ কচূয়া, চাঁদপুর ( রেজিঃ নং- চাঁদ- ৩২৫/৯৮ তারিখঃ ০৮/০৭/১৯৯৮ ইং) ৩০,০০০/-৬১। সেবা উন্নয়ন সংস্থা, গ্রাম- পলাশপুর ,পোঃ কচুয়া, উপজেলা-কচুয়া, চাঁদপুর ( রেজিঃ নং- চাঁদ- ৩৩৬/০৮ তারিখঃ ০৬/০৩/২০০৮ইং) ৩০,০০০/-৬২। অ্যামিটি মানব উন্নয়ন সংস্থা, গ্রাম- রঘুনাথপুর, পোঃ রঘুনাথপুরু, উপজেলা-কচুয়া, চাঁদপুর ( রেজিঃ নং- চাঁদ- ৬৮১/১০ তারিখঃ ২৯/১১/২০১০ ইং) ৩০,০০০/-৬৩। মা আমিরুন নেছা ইসলামিয়া পাঠাগার, গ্রাম- গোবিন্দপুর, পোঃ রহিমানগর, উপজেলা-কচুয়া, চাঁদপুর (রেজিঃ নং- চাঁদ- ৭৩৫/১৪ তারিখঃ ২৪/০৮/২০১৪ ইং) ৩০,০০০/- সর্বমোট= ১৮,৪৮,০০০/-
বিশেষ অনুদানের সুবিধাভোগীগণ হলেনঃ সর্বজনাব -০১। উম্মে কুলসুম, পিতাঃ ইয়াছিন নুরী, গ্রামঃ আশ্রাফপুর, কচুয়া, চাঁদপুর, সম্মান ২য় বর্ষ,ব্যবস্থাপনা বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ ৫,০০০/- ০২। ফিরোজ আহমেদ, পিতাঃ রুহুল আমিন, গ্রামঃ কেশোরকোর্ট, কচুয়া, চাঁদপুর, ৯ম শ্রেণী, মুসলিমনগর কে এম উচ্চ বিদ্যালয়, ৫,০০০/- ০৩। কারিমা জাহান কনা, পিতাঃ কাজী আবদুল কুদ্দুস, গ্রামঃ শ্রীপুর, শাহরাস্তি, চাঁদপুর, সম্মান ১ম বর্ষ,শ্রীরামপুর মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসা, ৫,০০০/- ০৪। মোঃ তহিদুল ইসলাম মিনহাজ, পিতাঃ গোলাম মোস্তফা গাজী, গ্রামঃ হাশিমপুর, কচুয়া, চাঁদপুর। আলিম ১ম বর্ষ,মার্কেটিং বিভাগ, হাজীগঞ্জ মডেল কলেজ, ৫,০০০/- ০৫। মরিয়াম আক্তার, পিতাঃ জহিরুল ইসলাম, গ্রামঃ উনকিলা, শাহরাস্তি, চাঁদপুর, ২য় বর্ষ, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ, ৫,০০০/- ০৬। ফাতেমা আক্তার, পিতাঃ মজিবর রহমান, গ্রামঃ মাতেন, হাজীগঞ্জ, চাঁদপুর, অনার্স ১ম বর্ষ, হাজীগঞ্জ মডেল কলেজ, ৫,০০০/- ০৭। আলা উদ্দিন, পিতাঃ মোঃ সেলিম সর্দার, গ্রামঃ মৈসাইদ, হাজীগঞ্জ, চাঁদপুর, একাদশ শ্রেণী, মানবিক বিভাগ, হাজীগঞ্জ মডেল কলেজ, ৫,০০০/- ০৮। মোঃ জিলানী আহমেদ, পিতাঃ মোহাম্মদ সুরুজ, গ্রামঃ পুরন, কাশিমপুর, মতলব, চাঁদপুর, অনার্স ২য় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫,০০০/- ০৯। রুজিনা আক্তার, পিতাঃ মজিবর রহমান, গ্রামঃ কৃষ্ণপুর, গজরা বাজার, মতলব উত্তর, চাঁদপুর, সম্মান ১ম বর্ষ, মানবিক বিভাগ, লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ, ৫,০০০/- ১০। মোঃ রুস্তম আলী, পিতাঃ সিরাজুল ইসলাম, গ্রাম ও ডাকঃ উল্লাশ্বর, শাহরাস্তি, চাঁদপর, সম্মান ১ম বর্ষ, মানবিক বিভাগ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা ৫,০০০/- ১১। আব্দুল্লা আল নোমান, পিতাঃ মোঃ সফিকুর রহমান, গ্রামঃ চর কৃষ্ণপুর, আলগীবাজার, হাইমচর, চাঁদপুর, সম্মান ৩য় বর্ষ, আন্তর্জাতিক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫,০০০/- ১২। মোঃ আরাফাত ইসলাম ফাহাদ, পিতাঃ এম এ আউয়াল মৃধা, গ্রামঃ শাহরাস্তি, হাজীগঞ্জ, চাঁদপুর, সম্মান ২য় বর্ষ, বিজ্ঞান বিভাগ, হাজীগঞ্জ মডেল কলেজ, ৫,০০০/- ১৩। মিজানুর রহমান, পিতাঃ সামছুল আলম, গ্রামঃ চৈয়ালবাড়ী সোনাচোর, ওয়ারুফ, চাঁদপুর, সম্মান ২য় বর্ষ, বি এস এস বিভাগ, হাজীগঞ্জ মডেল কলেজ ৫,০০০/- ১৪। খাদিজাতুল কোবরা, পিতাঃ মোস্তফা আহমেদ, গ্রামঃ দোয়ালিয়া, হাজীগঞ্জ, চাঁদপুর, সম্মান ১য় বর্ষ, ইতিহাস বিভাগ, হাজীগঞ্জ সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ৫,০০০/- ১৫। মোঃ মেহেদি হাসান, পিতাঃ মোঃ আনোয়ার হোসেন, গ্রামঃ হাজীগঞ্জ, চাঁদপুর, সম্মান ১ম বর্ষ, মানবিক বিভাগ, মেহের ডিগ্রী কলেজ ৫,০০০/- ১৬। শাকিল মাহমুদ, পিতাঃ মোঃ লুৎফর রহমান, গ্রামঃ সমেসপুর, সাদ্রা মাদ্রাসা, হাজীগঞ্জ, চাঁদপুর, সম্মান ৩য় বর্ষ, বিজ্ঞান বিভাগ, হাজীগঞ্জ মডেল কলেজ ৫,০০০/- ১৭। নাজমুল হাসান, পিতাঃ মোঃ মোফাজ্জেল হোসেন, গ্রামঃ মাতৈল, হাজীগঞ্জ, চাঁদপুর, সম্মান ২য় বর্ষ, রসায়ন বিভাগ, চাঁদপুর সরকারী কলেজ ৫,০০০/- ১৮। ছালমা আক্তার আঁখি, পিতাঃ মোরশেদ আলম বাচ্চু, গ্রামঃ দহশ্রী, শাহরাস্তি, চাঁদপুর আলিম ২য় বর্ষ, ভোলাদিঘী কামিল মাদ্রাসা ৫,০০০/- ১৯। সাফিয়া আক্তার, পিতাঃ হাছানুর জামান, গ্রামঃ খামপাড়, উনকিলা, শাহরাস্তি, চাঁদপুর, আলিম ২য় বর্ষ, ভোলাদিঘী কামিল মাদ্রাসা, ৫,০০০/- ২০। সালমা আক্তার, পিতাঃ শামছুল আলম, গ্রামঃ খামপাড়, উনকিলা, শাহরাস্তি, চাঁদপুর, আলিম ২য় বর্ষ, ভোলাদিঘী কামিল মাদ্রাসা, ৫,০০০/- ২১। মোঃ ওমর ফারুক, পিতাঃ মোঃ জাকির হোসেন, গ্রামঃ মাতৈন, হাজীগঞ্জ, চাঁদপুর, সম্মান ২য় বর্ষ, মানবিক বিভাগ, হাজীগঞ্জ মডেল কলেজ, ৫,০০০/- ২২। মোঃতাজুল ইসলাম, পিতাঃ মৃত আব্দুল মজিদ, গ্রামঃ নোয়াপাড়া, সৈয়দপুর, হাজীগঞ্জ, চাঁদপুর, ৫০০০/- ২৩। মোঃ দেলামত দেওয়ান, পিতাঃ মৃত মকবুল দেওয়ান, গ্রামঃমতলব উত্তর, চাঁদপুর, ৪০০০/- ২৪। খোশনাহারা বেগম, স্বামীঃ মোঃ সহিদউল্লাহ, গ্রামঃ ভুইয়ারা, কচুয়া, চাঁদপুর, ১০,০০০/- ২৫। শিব্বির আহমদ পাটওয়ারী, পিতাঃ গোলাম হাফেজমিয়া, গ্রামঃ বেলঘর, হাজীগঞ্জ, চাঁদপুর ৪০০০/- ২৬। কোহিনুর আক্তার, পিতাঃ মোঃ আবুল হোসেন প্রধান, গ্রামঃ পশ্চিম লালপুর, কালিপুর, মতলব উত্তর, চাঁদপুর, ৪০০০/- ২৭। মোসাঃ মরিয়ম বেগম, পিতাঃ কাজী আবদুর ছাত্তার, গ্রামঃ সুহিলপুর, খান সুহিলপুর, হাজীগঞ্জ, চাঁদপুর, ৪০০০/-

শেয়ার করুন

Leave a Reply