চাঁদপুরে আক্রান্ত ৯ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ১৬৩

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে গত কয়েকদিন ধরেই প্রতিদিনই আক্রােন্তর সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ২৮ জুলাই বুধবার ১০৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৯৮ জনের রিপোর্ট পজেটিভ আসে।সনাক্তের হার ৪৭.৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২০৪ জন, ফরিদগঞ্জে ৫৩ জন, হাজীগঞ্জে ৪০ জন, মতলব উত্তরে ৩৫ জন, মতলব দক্ষিণ ৪৫, কচুয়ায় ৪৮ জন, হাইমচরে ২২ জন শাহরাস্তিতে ৫১ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১০৫ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬৩ জন। ২৮ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪২০ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৮ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪০২৭ জন, হাইমচরে ৪৩১ জন, মতলব উত্তরে ৪৮১ জন, মতলব দক্ষিণে ৭৮৬ জন, ফরিদগঞ্জে ১০৩৮ জন, হাজীগঞ্জে ৯০৩ জন, কচুয়ায় ৩৭৯ জন, শাহরাস্তিতে ১০৬০ জন।
মৃত ১৬৩ জনের মধ্যে সদর উপজেলায় ৬১ জন, ফরিদগঞ্জে ২৬ জন, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ১৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ১০ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৪৬ জনের। এর মধ্যে পজেটিভ ৯ হাজার ৮৬ জন আর নেগেটিভ ৩১ হাজার ৯৬০ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫২২ জন। এদের মধ্যে ৮৮ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৪৩৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply