চাঁদপুরে আরও ৪৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১ সেপ্টেম্বর বুধবার ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৫ জন, হাইমচরে ৫ জন, ফরিদগঞ্জে ৭ জন, মতলব উত্তরে ২ জন, মতলব দক্ষিণে ৫ জন, শাহরাস্তির ৭ জন, কচুয়ায় ৫ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৪৮০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৩০ জন। ১ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৮০ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬০৯৬ জন, হাইমচরে ৮২৪ জন, মতলব উত্তরে ৮৭৬ জন, মতলব দক্ষিণে ১২৫১ জন, ফরিদগঞ্জে ১৫৭৯ জন, হাজীগঞ্জে ১৪৭৩ জন, কচুয়ায় ৭৯৪ জন, শাহরাস্তিতে ১৫৮৭ জন।
মৃত ২৩০ জনের মধ্যে সদর উপজেলায় ৯০ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৯ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৭ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৮ হাজার ২০০ জনের। এর মধ্যে পজেটিভ ১৪ হাজার ৪৬১ জন আর নেগেটিভ ৪৩ হাজার ৭৩৯ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৭৩ জন। এদের মধ্যে ৩৫ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৪৩৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply