চাঁদপুরে একদিনে করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হয়েছেন আরও তিন জন। এছাড়া ২ অক্টোবর শনিবার ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের রিপোর্ট পজেটিভ আসে। স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৭ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ১ জন, কচুয়ায় ১ জন, শাহরাস্তিতে ৪ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৯০০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৩৭ জন। ২ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৩৬ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬২৭০ জন, হাইমচরে ৮৪৬ জন, মতলব উত্তরে ৯০১ জন, মতলব দক্ষিণে ১২৬০ জন, ফরিদগঞ্জে ১৬২৭ জন, হাজীগঞ্জে ১৫২৬ জন, কচুয়ায় ৮৪২ জন, শাহরাস্তিতে ১৬২৮ জন।
মৃত ২৩৭ জনের মধ্যে সদর উপজেলায় ৯৫ জন, ফরিদগঞ্জে ৩৫ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ৩০ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৭ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৬৪ হাজার ৯৪ জনের। এর মধ্যে পজেটিভ ১৪ হাজার ৮৮১ জন আর নেগেটিভ ৪৯ হাজার ২১৩ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন। এদের মধ্যে ৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৩ জন হোম আইসোলেশনে রয়েছেন।