চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ১৫৪ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৩ জনের

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নতুন করে আরও ১৫৪ জনের করোনা সনাক্ত হয়েছে। ১২ জুলাই সোমবার ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। জেলায় সনাক্তের হার ৪৪.২ শতাংশ। নতুন করে মৃতের তালিকা যুক্ত হয়েছেন আরও তিন জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, আরটি পিসিআর ল্যাব টেস্ট রিপোর্ট অনুযায়ী চাঁদপুরে ২৭৮টি নমুনা পরীক্ষার মধ্যে ১২৫টি রিপোর্ট পজিটিভ এসেছে এবং আইসিডিডিআরবি থেকে প্রাপ্ত র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৭০ টি নমুনার মধ্যে ২৯টি রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে সর্বমোট একদিনে সর্বোচ্চ ১৫৪ জনের রিপোর্ট পজিটিভ এলো।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫৭ জন, ফরিদগঞ্জে ১৭ জন, হাজীগঞ্জে ২৮ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ৯ জন, মতলব দক্ষিণে ১৮ জন, শাহরাস্তিতে ১৯ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪৩০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩৫ জন। ১২ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ১৬৩ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১২ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩০২১ জন, হাইমচরে ২৯১ জন, মতলব উত্তরে ৩৪৬ জন, মতলব দক্ষিণে ৫৬০ জন, ফরিদগঞ্জে ৭০০ জন, হাজীগঞ্জে ৬৪৬ জন, কচুয়ায় ২২৯ জন, শাহরাস্তিতে ৬৩৭ জন।
মৃত ১৩৫ জনের মধ্যে সদর উপজেলায় ৫২ জন, ফরিদগঞ্জে ২৩ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ১০ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৭ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৬৭৫ জনের। এর মধ্যে পজেটিভ ৬ হাজার ৪১১ জন আর নেগেটিভ ২৮ হাজার ২৪৬ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৩২ জন। এদের মধ্যে ৪১ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১০৯১ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply