চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়ালো, মৃত্যু ১৯৩

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৭ আগস্ট শনিবার ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯৯ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৬৩ জন, মতলব উত্তরে ৩২ জন, ফরিদগঞ্জে ৮ জন, হাজীগঞ্জে ২৩ জন, মতলব দক্ষিণ ২০ জন, কচুয়ায় ১২ জন, হাইমচরে ২১ জন, শাহরাস্তিতে ২০ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ০৩৭ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯৩ জন। ৭ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
৭ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫১১১ জন, হাইমচরে ৬৮১ জন, মতলব উত্তরে ৬৬৮ জন, মতলব দক্ষিণে ১০৫৪ জন, ফরিদগঞ্জে ১৩১৯ জন, হাজীগঞ্জে ১১৯৫ জন, কচুয়ায় ৫৭০ জন, শাহরাস্তিতে ১৪২১ জন।
মৃত ১৯৩ জনের মধ্যে সদর উপজেলায় ৭৫ জন, ফরিদগঞ্জে ২৯ জন, হাজীগঞ্জে ২৫ জন, শাহরাস্তিতে ২৫ জন, কচুয়ায় ১০ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ১২ জন, হাইমচরে ৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ৬৪ জনের। এর মধ্যে পজেটিভ ১২ হাজার ১৬ জন আর নেগেটিভ ৩৬ হাজার ৪৬ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪১৮০ জন। এদের মধ্যে ১০৫ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৪০৭৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply