চাঁদপুরে করোনা আক্রান্ত আরও ১৯ জন, মৃত্যু ১
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৫ সেপ্টেম্বর রোববার ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮ জন, হাজীগঞ্জ ৫ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ২ জন, কচুয়ায় ৩ জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সদর উপজেলার বহরিয়া এলাকার হাবিবুর রহমান।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৭৫ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৩১ জন। ৪ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬১৪৩ জন, হাইমচরে ৮৩০ জন, মতলব উত্তরে ৮৭৮ জন, মতলব দক্ষিণে ১২৫৪ জন, ফরিদগঞ্জে ১৫৮১ জন, হাজীগঞ্জে ১৪৮৪ জন, কচুয়ায় ৮০৫ জন, শাহরাস্তিতে ১৫৯৯ জন।
মৃত ২৩২ জনের মধ্যে সদর উপজেলায় ৯১ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৯ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৭ জন, হাইমচরে ৭ জন।