চাঁদপুরে করোনা আক্রান্ত আরও ২৪ জন, উপসর্গে মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৮ সেপ্টেম্বর বুধবার ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১০ জন, হাজীগঞ্জ ৩ জন, মতলব উত্তরে ৪ জন, শাহরাস্তিতে ৩ জন, ফরিদগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ১ এবং কচুয়ায় ১ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৪৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৩৪ জন। ৮ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৫১ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
এদিকে বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ফরিদগঞ্জ উপজেলার তাজুল ইসলাম।
৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬১৬৯ জন, হাইমচরে ৮৩৭ জন, মতলব উত্তরে ৮৮৫ জন, মতলব দক্ষিণে ১২৫৭ জন, ফরিদগঞ্জে ১৫৯০ জন, হাজীগঞ্জে ১৪৯৩ জন, কচুয়ায় ৮০৬ জন, শাহরাস্তিতে ১৬০৬ জন।
মৃত ২৩৪ জনের মধ্যে সদর উপজেলায় ৯২ জন, ফরিদগঞ্জে ৩৫ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ৩০ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৭ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৫৩৬ জনের। এর মধ্যে পজেটিভ ১৪ হাজার ৬২৪ জন আর নেগেটিভ ৪৪ হাজার ৯১২ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে ২৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৩৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply