চাঁদপুরে আরও ১৫৩ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১১ আগস্ট বুধবার ৫৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৬৪ জন, ফরিদগঞ্জে ১৪ জন, হাজীগঞ্জে ২৯ জন, মতলব উত্তরে ৬ জন, কচুয়ায় ১৬ জন, হাইমচরে ১ জন, শাহরাস্তিতে ৪ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৭৭০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০৯ জন। ১১ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬২ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১১ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৩৭৮ জন, হাইমচরে ৭২৯ জন, মতলব উত্তরে ৭২৬ জন, মতলব দক্ষিণে ১১৫৫ জন, ফরিদগঞ্জে ১৩৯৮ জন, হাজীগঞ্জে ১২৯৯ জন, কচুয়ায় ৬২২ জন, শাহরাস্তিতে ১৪৬৩ জন।
মৃত ২০৯ জনের মধ্যে সদর উপজেলায় ৭৯ জন, ফরিদগঞ্জে ৩০ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৮ জন, কচুয়ায় ১২ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৪ জন, হাইমচরে ৬ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৩৭৯ জনের। এর মধ্যে পজেটিভ ১২ হাজার ৭৫১ জন আর নেগেটিভ ৩৭ হাজার ৬২৮ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩২৯৯ জন। এদের মধ্যে ৯৩ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩২০৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply