চাঁদপুরে কোথায় কখন লোডশেডিং : সম্ভাব্য সিডিউল

ইব্রাহীম রনি :
চাঁদপুর পৌর এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন এলাকায় দৈনিক সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে বিদ্যুতের প্রাপ্তি সাপেক্ষে এ লোডশেডিংয়ের পরিমাণ বাড়তে বা কমতে পারে বলে জানিয়েছে বিদ্যুত বিভাগ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন বাজার ফিডারের আওতাধীন কদমতলা, জোড়পুকুরপাড় এলাকায় লোডশেডিং হবে বিকাল ৪টা থেকে ৫টা এবং রাত ১০টা-১১টা। নতুনবাজার, মুক্তিযোদ্ধা সড়ক, কোড়ালিয়ায় দুপুর ১২টা-১টা এবং রাত ৯টা-১০টা। জিটি রোড, বিষ্ণুদী রোডে দুপুর ১১টা-১২টা এবং রাত ৮টা-৯টা। ওয়ারলেস রোড, ফিসারিজ মোড় এলাকায় সকাল ১০টা-১১টা এবং সন্ধ্যা ৭টা-৮টা। নাজিরপাড়া, প্রফেসরপাড়ায় দুপুর ১টা-২টা এবং রাত ১১টা-১২টা। বাগাদী রোড, ইচলীঘাটে সকাল ৮টা-৯টা এবং বিকাল ৫টা-৬টা। রঘুনাথপুর, রামদাসদী, কোটরাবাদে সকাল ৯টা-১০টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা। বাতাসাপট্টি, টিনবাজার, রয়েজ রোড, হরিসভায় রাত ১২টা-১টা এবং বিকাল ৩টা থেকে ৪টা। জাফরাবাদ, খালপাড় সংলগ্ন রাইসমিল এলাকায় রাত ১টা-২টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

শেয়ার করুন

Leave a Reply