চাঁদপুরে জেলা কর্ণধারসহ গুরুত্বপূর্ণ একাধিক কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা কর্ণধার কমিটিরসহ ও রাজস্ব সভাসমূহ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট রোববার সকালে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে জেলা নদী রক্ষা কমিটির সভা, খাস জমি বন্দোবস্ত জেলা কমিটির সভা, আশ্রয়ণ/গুচ্ছগ্রাম বাস্তবায়ন কমিটির সভা, জেলা ভূ-সম্পত্তি জবর-দখল মনিটরিং কমিটির সভা।
ভার্চুয়ালি আয়োজিত এই সভায় সংযুক্ত হয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্বরত কর্মকর্তাগণের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আমজাদ হোসেন, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাসহ অন্যান্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সভায় জেলায় চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রমসহ সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম পরিবীক্ষণ ও পর্যালোচনা করা হয়।