চাঁদপুরে দু’ দিনে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯০
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে দু’ দিনে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৫ জন ও উপসর্গে ১১ জন মারা যান। এর মধ্যে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত গত ৮ জন এবং শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার দুপুর ২টা পর্যন্ত আরও ৮ জন মারা যান।
৭ আগস্ট শনিবার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান করেন।
বৃহস্পতিবার থেকে শুক্রবারের ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলার দক্ষিণ বালিয়ার ফরক্কাবাদ এলাকার কুলসুমা (৫৫), সদর উপজেলার কামরাঙার মনিহার এলাকার সাজেদা বেগম (৭০)। এছাড়া উপসর্গে মৃতরা হলেন- ফরিদগঞ্জের মূলপাড়া এলাকার রোজিনা বেগম (৯০), ফরিদগঞ্জ উপজেলার রূপসার গাব্দেরগাও এলাকার লোকমান হোসেন (৬২), পশ্চিম রূপসার দেলোয়ার হোসেন (৪৫), কচুয়া উপজেলার সাহিদাপুর এলাকার খালেদা (৪৫), সদর উপজেলার পুরাণবাজারের পূর্ব শ্রীরামদী এলাকার মর্জিনা বেগম (৩৫), হাজীগঞ্জের ধড্ডা এলাকার জাহানারা বেগম (৫৬)।
শুক্রবার থেকে শনিবার দুপুর ২টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর সদর উপজেলার বহরিয়ার রঘুনাথপুর এলাকার খলিলুর রহমান (৫৪), লালপুরের মিসেস আনোয়ারা বেগম (৬৫), ফরিদগঞ্জের ধানুয়া এলাকার কলমতর খান (৭০)।
এছাড়া উপসর্গে মৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাও এলাকার অনু মিয়া পাটওয়ারী (৮০), মধ্য তরপুরচন্ডী এলাকার ফজিলাতুন্নেসা (৭০), মতলব দক্ষিণ উপজেলার বহরি আড়ংবাজার এলাকার শেফালি (৬০), শাহরাস্তির সূচিপাড়ার লাপমতি এলাকার আমেনা বেগম (৮০) এবং শরীয়তপুরের সখীপুরের ইব্রাহিমপুর এলাকার জুলেখা বেগম (৬৫)।
এদিকে চাঁদপুরে গত দু’ দিনে আরও ৩৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ আগস্ট বৃহস্পতিবার ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের রিপোর্ট পজেটিভ আসে। আর শুক্রবার ৩০৭ জনের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে ১৩০ জনের।
স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১২০ জন, মতলব উত্তরে ১১ জন, ফরিদগঞ্জে ২২ জন, হাজীগঞ্জে ২৬ জন, মতলব দক্ষিণ ২২ জন, হাইমচরে ৪৪ জন শাহরাস্তিতে ১৫ জন।
আর শুক্রবার সদর উপজেলায় ৭৮ জন, মতলব উত্তরে ৪ জন, ফরিদগঞ্জে ১২ জন, হাজীগঞ্জে ৮ জন, মতলব দক্ষিণে ১৯ জন, কচুয়ায় ৩ জন, শাহরাস্তি ৩ জন, হাইমচরে ৩ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৮৩৮ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯০ জন। ৬ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৫৯ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
৬ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫০৪৮ জন, হাইমচরে ৬৬০ জন, মতলব উত্তরে ৬৫৪ জন, মতলব দক্ষিণে ১০৩৪ জন, ফরিদগঞ্জে ১৩১১ জন, হাজীগঞ্জে ১১৭২ জন, কচুয়ায় ৫৫৮ জন, শাহরাস্তিতে ১৪০১ জন।
মৃত ১৯০ জনের মধ্যে সদর উপজেলায় ৭৩ জন, ফরিদগঞ্জে ২৮ জন, হাজীগঞ্জে ২৫ জন, শাহরাস্তিতে ২৫ জন, কচুয়ায় ১০ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ১২ জন, হাইমচরে ৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪৬৫ জনের। এর মধ্যে পজেটিভ ১১ হাজার ৮১৯ জন আর নেগেটিভ ৩৫ হাজার ৬৪৬ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪০৮৯ জন। এদের মধ্যে ১১৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩৯৭৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।