চাঁদপুরে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের যোগদান
চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
চাঁদপুরের নবাগত ২২তম জেলা প্রশাসক কামরুল হাসান যোগদান করেছেন। গতকাল বুধবার (০১ জুন) দুপুরে তিনি সড়ক পথে ঢাকা থেকে চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছামৎ রাশেদা আক্তার নবাগত জেলা প্রশাসককে ফুলে দিয়ে বরণ করেন।
পরে তিনি একই স্থানে চাঁদপুর জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে পরিচিত সভা করেন।
এদিকে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানকে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করায় অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জেলা প্রশাসকের যোগদানের ছবি দিয়ে অভিনন্দন জানান।
নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান ব্যক্তি জীবনে প্রথম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন ইলিশের বাড়ি চাঁদপুরে। নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের জন্মস্থান বরিশাল জেলা সদরের কাশিপুর উপজেলায়। তাঁর বাবা-মা দুজনই গ্রামের বাড়িতে থাকেন। চার ভাই-বোনের মধ্যে কামরুল হাসানের অবস্থান ২য়। ছোট ভাই কাশিপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর। বড় বোন বরিশাল গৌরনদী মাহিলা কলেজের প্রভাষক।
ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক তিনি। এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় মেয়ে এতোদিন ঢাকা বিয়াম স্কুলের প্রাথমিক বিভাগে নার্সারিতে অধ্যয়নরত ছিলো। ছোট ছেলে এখনও প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেনি। তাঁর স্ত্রী একজন আদর্শ গৃহিণী।
বিসিএস-এর ২৪তম ব্যাচের এই কর্মকর্তা গত প্রায় দুই বছর স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালনের পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন বিসিএস ক্যাডারদের প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ ইনস্টিটিউট অব এডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট (বিয়াম একাডেমি)তে। মাঠ পর্যায়ে দুই উপজেলায় ছিলেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা। প্রথমে ফরিদপুরের নগরকান্দা ও পরে রাজবাড়ির বালিয়াকান্দিতে ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।