চাঁদপুরে নৌ-পুলিশের উপর জেলেদের হামলা, ৫ জেলে আটক
আশিক বিন রহিম :
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযানকালে নৌ-থানা পুলিশের উপর জেলেদের হামলায় ২ পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছে। ১৩ সেপ্টম্বর সোমবার বিকেলে মেঘনার নদীর চিরারচর এলাকায় অভিযান চালাকালে এই হামলার ঘটনা ঘটে। এসময় পুলিশ ২০ লক্ষ মিটার কারেন্ট জালসহ হামলাকারি ৫ জেলেকে আটক করতে সক্ষম হয়।
চাঁদপুর নৌ-থানা সূত্রে জানা যায়, নৌ-পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌ থানার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীতে অভিযান চালায়।
এসময় নৌ-পুলিশ নদীতে জেলেদের ফেলে রাখা কারেন্ট জাল ওঠাতে গেলে পুলিশের উপর জেলেরা নৌকা নিয়ে হামলা করে। এতে নৌ-থানার কনস্টেবল শরীফ উল্লাহ, আব্দুল কাদের আহত হয়। পরে হামলাকারী ছয়জন জেলেকে একটি নৌকা সহ আটক করে। এ সময় নদীকে ফেলা ২০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
নৌ থানা পুলিশের ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিক হামলাকারী ৬ জেলেকে আটক করলেও এর মধ্যে একজন জেলের বয়স কম হওয়ায় তাকে মুচলেখা ছেড়ে দেওয়া হয়। বাকিদের চাঁদপুর মডেল থানায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নৌ থানা দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।