চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আশিক বিন রহিম :
চাঁদপুরে দলীয় কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ১ সেপ্টেম্বর রাত ১২টা ১মিনিটে দলীয় কার্যালয়ে কেককাটা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে কেককাটা অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর ভোর ৬টায় সূর্যদয়ের সাথে সাথে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নিতে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হন। এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ প্রতিটি সহযোগী সংগঠন আলাদা আলাদা মিছিল নিয়ে আলোচনা সভাস্থলে যোগ দেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্র প্রাতষ্ঠার কারনেই আজ আওয়ামীলীগ ক্ষমতায়। অথচ অবৈধভাবে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। তাই অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে গণতন্ত্রকে হত্যা করতে চাচ্ছে। এজন্যে বিএনপিকে ধ্বংস করতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং শহীর জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। শুধু তাই নয় বিএনপির নেতাকর্মীদের উপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। যত হামলা মামলাই আসুক, আন্দোলনের মাধ্যমে বাংলার জনগণ এ অবৈধ সরকারকে উৎক্ষাত করবে।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুনির চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, মাহবুবুর রহামন বাবলু, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সেলিমু সালাম, ফেরদৌস রহমান বাবু, খলিলুর রহমান গাজী, অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন ফয়সাল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ঈমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply