চাঁদপুরে মেঘনায় ১১৬ বস্তা চোরাই গমসহ চোরাকারবারী আটক
আশিক বিন রহিম :
চাঁদপুর নৌ পুলিশ ও কোস্টগার্ডের অভিযানে ১১৬বস্তা চোরাই গমসহ মো. আনোয়ার রাঢ়ি নামের এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
৭ নভেম্বর শনিবার দিনগত রাতে চাঁদপুর তিননদীর মোহনা থেকে তাকে আটক করা হয়। আটক আনোয়ার হোসেন চাঁদপুর শহরের কয়লা ঘাট এলাকার জব্বা রাঢ়িরর পুত্র।
চাঁদপুর সদর নৌ- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম জানান, শনিবার রাতে চাঁদপুর তিননদীর মোহনা এলাকায় অবৈধ পন্থায় ক্রয়কৃত ১১৬ বস্তা গমসহ আনোয়ার রাঢ়ি নামে একজনকে আটক করা হয়েছে জব্দকৃত আনুমানিক পরিমাণ ৫হাজার ৮শ’ কেজি।
আটক আসামিকে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয় তার বিরুদ্ধে চোরাই আইনে মামলা করা হয়েছে।