চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত, আহত ১
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে সদর উপজেলার হাফানিয়া এলাকার মো. হানিফের ছেলে শান্ত (১৪) ও একই এলাকার মো. আক্তার হোসেনের ছেলে আশিক (১৪) নামের ২ কিশোরের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় মাসুদ নামের অপর কিশোর আহত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, রাত সাড়ে ৮টার দিকে তিন হোন্ডা আরোহী চাঁদপুর সদর হতে বাকিলা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে আনলে কর্তৃব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে একজনের মৃতদেহ বাড়ি নেয়া হয়েছে। অপর জনের মৃতদেহ হাসপাতালে।
স্থানীয়রা জানান, কিশোর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যায়।
চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রোমান বলেন, দুর্ঘটনায় শান্ত নামের ছেলেটির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম এবং রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।