চাঁদপুরে রিলাক্সের ধাক্কায় পিকআপ ভ্যান চালক নিহত, আহত ২
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা যেন কিছুতেই থামছে না। এবার রিলাক্স বাসের ধাক্কায় অকালে প্রাণ গেলো আল আমিন বাবু (৩০) নামে এক পিকআপ ভ্যান চালকের।
১৮ জুন শনিবার সকাল ৮টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক নিহত হয়। নিহত চালক আল আমিন বাবু (৩০)। সে হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড টোরাগড় হাজী বাড়ীর বাসিন্দা।
এই ঘটনায় পিকআপ ভ্যানের দুই হেলপার আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লাগামী রিলাক্স নামের একটি বাস আশিকাটি চাঁদখার বাজার এলাকায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে চাঁদপুরগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আল আমিন নিহত হয়। গুরুতর আহত হয় পিকআপে থাকা অপর ২ হেলপার। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি থানায় নিয়ে আসে। এছাড়া নিহত পিকআপের চালক আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।