চাঁদপুরে ১ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জালসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ঢাকা জোনের বিসিজি স্টেশন চাঁদপুর।
মঙ্গলবার (৫ অক্টোবর) চাঁদপুর জেলার পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ লাখ মিটার কারেন্ট জালসহ ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এ সময় এক জেলেকে আটক করে কোস্টগার্ড।
আটককৃত ব্যক্তি মো. ইয়াছিন প্রধান (৫৫) চাঁদপুর সদরের মনোহরখাদি গ্রামের আইয়ুব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মঞ্জুর। তিনি বলেন, মা ইলিশ সম্পদ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় একজন জেলেসহ জাল ও ইলিশ জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভাসমান নদীতে পাতানো অবস্থায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় এক কোটি ৫ লাখ টাকা। মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।