চাঁদপুর কালেক্টরেট সমবায় সমিতির ভবন সংস্কার কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর কালেক্টরেট কর্মকর্তা /কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের অফিস ভবন সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ অফিস ভবন সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।
তিনি চাঁদপুর কালেক্টরেট কর্মকর্তা /কর্মচারী সমবায় সমিতির নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আপনার সবসময় সৎ ও নিরাপেক্ষ থাকবেন। সততা, আন্তরিকতা ও সাহসিকতার সাথে কাথে কাজ করবেন। নিরলস পরিশ্রম ও সততার মাধ্যমে নিজের পেশাগত দায়িত্ব পালন করবেন ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো.নেছার আহম্মদ তপাদার,সহ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সসম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম, স্থানীয় সরকার শাখার স্থানীয় সরকার শাখার সহকারি প্রশাসনিক কর্মকর্তা মো: আক্তারুজ্জামান, নেজারত শাখার জেলা নাজির ও সহকারি প্রশাসনিক কর্মকর্তা ভোলা নাথ নন্দী, সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন পাটওয়ারী দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, নির্বাহী সদস্য মেহবুবা আক্তার, এডিসি জেনারেলের সিএ মোঃ কামরুল হাসান,শিক্ষা আইসিটি শাখার সিএ নাছির উদ্দিন প্রমুখ।