চাঁদপুর জেলা আ.লীগের উদ্যোগে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (০৫ আগস্ট) নির্ধারিত কর্মসূচি মধ্যে সকাল ৭:৩০ জতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সম্মানিত সদস্য এডভোকেট বদিউজ্জামান কিরণ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবয় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া,চাঁদপুর জেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইত্তেকার আলম মাসুম, চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এম এ হাসান লিটন, পৌছে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজী,স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম মেহেদী হাসান প্রমুখ।
বাদ জুমা শহরতলীর শপথ চত্বরের পাশে বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন, বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের জুমার খতিব মুফতি মাওলানা হাফেজ বোরহান উদ্দিন, পেশ ইমাম মাওলানা হাফেজ মোঃ আলমগীর হোসেন ও মোয়াজ্জিন মাওলানা মাহাদী হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন সরকার, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক এম এ হাসান লিটন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার সিডু, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউপি আওয়ামী লীগের নেতা মোঃ কামাল হোসেন খান লালু, ৭নং ওয়াড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, আওয়ামী লীগ নেতা শাহজালাল মোল্লা।