চাঁদপুর জেলা ছাত্রলীগের ঘোষণার দু’ দিনের মধ্যেই ৩ কমিটি স্থগিত করলো কেন্দ্রীয় ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত হাইমচর উপজেলা শাখা, চাঁদপুর সরকারি কলেজ শাখা এবং চাঁদপুর সদর উপজেলা শাখা কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।২২ জুন বুধবার ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের
সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে এ তিনটি কমিটি স্থগিত ঘোষণা কর হয়।
পত্রে উল্ল্যেখ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আনীত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ছাত্রলীগ, চাঁদপুর জেলা শাখা কর্তৃক গত ২০/০৬/২২ তারিখে ঘোষিত হাইমচর উপজেলা শাখা, চাঁদপুর সরকারি কলেজ শাখা এবং একই সাথে ২১/০৬/২২ ইং তারিখে ঘোষিত চাঁদপুর সদর উপজেলা শাখা কমিটি স্থগিত ঘোষণা করা হলো।