চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের ‘অফিস সহায়ক’ পদে পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এর রাজস্ব প্রশাসনে ‘অফিস সহায়ক’ এর শূণ্যপদে নিয়োগের নিমিত্ত ৮ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষা এবং ৯ অক্টোবর অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রস্তুতকৃত চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এতে ২৩ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণরা হলেন : সমেশ্বর চন্দ্র দাস, রোল ২১
আরিফ হোসেন, রোল ৩০
মো: ইউসুফ হোসেন, রোল ৫৭
মো: আলী হোসাইন, রোল ৭০
আমেনা আক্তার, রোল ১০৫
রাবেয়া সুলতানা, রোল ১৩৩
মহসিন মিজি, রোল ১৭৭
মো: নুর মোহাম্মদ খান, রোল ২৮৮
এইচ এম শামীম, রোল ৩০৪
মো: মাহফুজুল হক, ৩৯০
মো: ইসমাইল হোসেন, ৩৯৭
কামরুন নাহার, রোল ৪৪৮
মো: সাইফুল ইসলাম, রোল ৮৫০
ঝুটন চন্দ্র দাস, রোল ১২২১
অন্তর চন্দ্র সূত্র ধর, রোল ১২৪৭
হান্নান হোসেন, রোল ১৭৬৫
তৃষ্ণা রানী অধিকারী, রোল ১৯৯২
যাওয়াতা আফনান, ১৯২৪
সুমন সরকার,রোল ২১ ২০২৩
সমির চন্দ্র, রোল ২৩০১
মাজাহারুল ইসলাম, রোল ২৩৫৬
মো: সাইফূল ইসলাম, রোল ২৪১৯
রাবেয়া বসরী, রোল ২৭৫৮