চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ ছাত্রী করোনা আক্রান্ত
ইব্রাহীম রনি :
দুই ডোজ টিকা নেয়ার পরও চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ জন ছাত্রী করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী নিবাসে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ১৯ জানুয়ারি বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন।
তিনি বলেন, গত দু’ দিনে নার্সিং ইনস্টিটিউটের ১৮৬ জন শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করে ৫২ জনের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তারা ইনস্টিটিউটের হোস্টেলে হোম আইসোলেশনে আছে। আমি নিজে গিয়ে তাদের দেখে এসেছি। তারা ভালো আছে। তাদের সবার জন্য ওষুধ দেয়া হয়েছে। পাশাপাশি পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে। অবশ্যই মাস্ক পড়তে হবে।