চাঁদপুর মেঘনায় নৌ-পুলিশের অভিযানে ৪ বস্তা চায়না চাই জব্দ
আশিক বিন রহিম :
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪ বস্তা নিষিদ্ধ চায়না চাই (এক প্রচার ছাকুনি জাল) জব্দ করেছে নৌ- পুলিশ। ১৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে আল্লাহর দান-১ নামে একটি মালবাহী ট্রলারে অভিযান চালিয়ে চাইগুলো জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নরসিংহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম।
পুলিশ জানায়, অসাধু জেলেরা চায়না চাই নামে এক প্রচার ছাকুনি জাল নদীতে ফেলে মাছের পোনা ধ্বংস করছে। চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামানের নির্দেশে এই অবৈধ চায়না চাই ও কারেন্ট জালের উপর সাঁড়াশি অভিযান চলানো হয়। অভিযান চলাকালে ঢাকা থেকে আল্লাহর দান-১ নামে একটি মালবাহী ট্রলার ৪বস্তা চায়না চাই নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাবার চাইগুলো জব্দ করা হয়।
পরে নৌ- পুলিশ সুপারের নির্দেশে ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এই অবৈধ চায়না চাই গুলো পুড়িয়ে বিনষ্ট করেছে।