চাঁদপুর সদর হাসপাতালে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গে ৫ জন মারা গেছেন। ৭ আগস্ট শনিবার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দুপুর ২টা থেকে পর্যন্ত এসব ব্যক্তির মৃত্যু হয়।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর সদর উপজেলার বহরিয়ার রঘুনাথপুর এলাকার খলিলুর রহমান (৫৪), লালপুরের মিসেস আনোয়ারা বেগম (৬৫), ফরিদগঞ্জের ধানুয়া এলাকার কলমতর খান (৭০)।
এছাড়া উপসর্গে মৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাও এলাকার অনু মিয়া পাটওয়ারী (৮০), মধ্য তরপুরচন্ডী এলাকার ফজিলাতুন্নেসা (৭০), মতলব দক্ষিণ উপজেলার বহরি আড়ংবাজার এলাকার শেফালি (৬০), শাহরাস্তির সূচিপাড়ার লাপমতি এলাকার আমেনা বেগম (৮০) এবং শরীয়তপুরের সখীপুরের ইব্রাহিমপুর এলাকার জুলেখা বেগম (৬৫)।

শেয়ার করুন

Leave a Reply