চাঁদপুর সদর হাসপাতালে করোনায় ৪ উপসর্গে ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ৪ জন মারা যান। ১৩ আগস্ট শুক্রবার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান করেন।
২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন- মতলব দক্ষিণ উপজেলার কালিয়াইশ এলাকার আব্দুল হাশেম (৬০), ফরিদগঞ্জের পাইকপাড়ার আলী আহম্মদ (৬৫), নতুনবাজারের স্ট্যান্ডরোড এলাকার বানেছা (৭১) ও ফরিদগঞ্জের গাজীপুর কুমুরখালি এলাকার মমতাজ বেগম (৬০)।
এছাড়া উপসর্গে মৃতরা হলেন- ফরিদগঞ্জের রুস্তমপুরের আহম্মদ উল্লাহ (৬২), হাজীগঞ্জের রঘুনাথপুরের ফিরোজপুরের মমতাজ বেগম (৬৫), শাহরাস্তি উপজেলার আয়নাতলীর নুনিয়া এলাকার মুকছুদা বেগম (৭০) এবং চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকার বাসন্তী রাণী (৬৫)।