চাঁদপুর সাহিত্য একাডেমীর এডহক কমিটির প্রথম সভা আজ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ঐতিহ্যবাহী সাহিত্য একাডেমীর এডহক কমিটির প্রথম সভা আজ। বিকেল সাড়ে ৩ টায় সাহিত্য একাডেমীর হলরুমে এডহক কমিটির আহবায়ক চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এর ১১ সদস্যের সবাইর কাছে চিঠি প্রেরন করা হয়েছে। এর আহবায়ক ও সদস্য সচিব শাহাদাত হোসেন শান্ত সকল সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৪ মে ২০২২ খ্রি. তারিখে চাঁদপুর সাহিত্য একাডেমীর সভাপতি এবং সদ্য বিদায়ী চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ গঠনতন্ত্রের ২৪ এর (ছ) উপ- ধারার ক্ষমতাবলে সাহিত্য একাডেমীর মেয়াদ উত্তীর্ণ এবং অবৈধ নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই দিন একাডেমীর অন্তবর্তীকালীন কার্য পরিচালনার জন্য তিনি গঠনতন্ত্রের ২৪ এর (জ) উপ- ধারা অনুযায়ী চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা, আইসিটি ও রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার কে আহবায়ক এবং শিক্ষক, কবি ও সাংবাদিক শাহাদাত হোসেন শান্ত কে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট নতুন একটি এডহক কমিটি ঘোষণা করেন। কোন প্রকার সভা বা নোটিশ ছাড়া চাঁদপুর সাহিত্য একাডেমীর গঠনতন্ত্রে সভাপতিকে নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা এবং এডহক কমিটি করার ক্ষমতা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৪ মে ২০২২ খ্রি. তারিখে চাঁদপুর সাহিত্য একাডেমীর সভাপতি এবং সদ্য বিদায়ী চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ গঠনতন্ত্রের ২৪ এর (ছ) উপ- ধারার ক্ষমতাবলে সাহিত্য একাডেমীর মেয়াদ উত্তীর্ণ এবং অবৈধ নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই দিন একাডেমীর অন্তবর্তীকালীন কার্য পরিচালনার জন্য তিনি গঠনতন্ত্রের ২৪ এর (জ) উপ- ধারা অনুযায়ী চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা, আইসিটি ও রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার কে আহবায়ক এবং শিক্ষক, কবি ও সাংবাদিক শাহাদাত হোসেন শান্ত কে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট নতুন একটি এডহক কমিটি ঘোষণা করেন। কোন প্রকার সভা বা নোটিশ ছাড়া চাঁদপুর সাহিত্য একাডেমীর গঠনতন্ত্রে সভাপতিকে নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা এবং এডহক কমিটি করার ক্ষমতা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply