চাঁদপুর হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ১১ চেয়ারম্যান প্রার্থীসহ ৩০ জনের মনোনয়ন জমা
ইব্রাহীম রনি :
চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন। রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা প্রার্থীরা অনলাইনে তাদের মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন অফিস জানায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন : বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, মো. আইয়ুব আলী বেপারী, মো. হুমায়ুন কবির সুমন, রাকিব মাঝি ও মিজানুর রহমান।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন জন। তারা হলেন : আবুল বারাকাত মো. রেজওয়ান, মো. নূরুল হায়দার, মো. হারুন অর রশিদ হাওলাদার। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শিপ্রা দাস ও রেবেকা সুলতানা।
এদিকে হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন : উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু সুফিয়ান মজুমদার।
হাজীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন দুই জন। তারা হলেন : উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ ও সুমন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মির্জা শিউলি পারভীন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার ও রুবি বেগম।
অন্যদিকে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন। তারা হলেন : উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারী, মো. ওমর ফারুক।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন : মো. ইব্রাহীম খলিল, বর্তমান ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমদাদুল হক, মো. নূর আলম, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন। তারা হলেন : নাজমুন নাহার, হাছিনা আক্তার, বর্তমান ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, হনুফা আক্তার।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২১ মে। নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্য। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে।