চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন গোলাম হোসেন
নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব আলহাজ¦ মো. গোলাম হোসেন। যিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে যৌথভাবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন।
জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. গোলাম হোসেন। মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সহসভাপতি শাহাদাত হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাব্বার বাহার, আব্দুল বাতের সরকার, ৭নং ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, ১১নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, ১০নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ১২নং আশ্রাফপুর ইউনিয়ন সভাপতি মো. সফিকুর রহমান, সাধারণ সম্পাদক আবু ইউসুফসহ কচুয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ সম্পর্কে জানতে চাইলে এনবিআর-এর সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. গোলাম হোসেন বলেন, যারা দলের কাছ থেকে নমিনেশন চান তারা দলীয় মনোনয়নপত্র কিনেছে। বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে আমি মনোনয়নপত্র কিনেছি। এক-দুই দিনের মধ্যেই মনোনয়নপত্র জমা দিবো। বাকীটুকু দল, জননেত্রী শেখ হাসিনা, সংসদীয় কমিটি সিদ্ধান্ত নিবেন। এর বেশি কিছু এখন মন্তব্য করা যাচ্ছে না।