জাটকা রক্ষায় চাঁদপুরে ৮ মাসের অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ৮ মাসের জাটকা রক্ষা অভিযান শুরু হয়েছে। ১ নভেম্বর সোমবার থেকে শুরু করে ৩০ জুন অর্থাৎ আগামী ৮ মাস এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময়, ও মজুত আইনত দণ্ডনীয় অপরাধ। জাটকা রক্ষায় স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে চালানো হবে সমন্বিত অভিযান।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে জাটকা রক্ষা অভিযান কার্যক্রমের উদ্বোধন করে চাঁদপুর জেলা মৎস্য বিভাগ। দুপুর পর্যন্ত জেলা টাস্কফোর্সের উদ্যোগে সদর উপজেলার পদ্মা-মেঘনার নদী তীরবর্তী বিভিন্ন জেলে এলাকায় মাইকিং করে প্রচার প্রচারণা ও জেলেদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
প্রচারণা কাজে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অভিযান চলাকালীন সময়ে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ১ থেকে ২ বছরের সর্বোচ্চ কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply