জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্বাস উদ্দীন
অভিজিত রায় :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন চাঁদপুর শহরের শতবর্ষি শিক্ষা প্রতিষ্ঠান গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন
তিনি বিদ্যালয়ের প্রধানের দায়িত্ব নেয়ার পর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনেকটাই পরিবর্তন এনে দিয়েছেন। চলতি বছরের জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি জেলার শেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গতকাল ৮ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসানের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহন করেন।
এ সম্মাননা পুরস্কার পেয়ে প্রধান শিক্ষক আব্বাস উদ্দীন মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া তিনি তার প্রতিষ্ঠানের সহকর্মী, সকল শিক্ষক, ছাত্র ও অবিভাবকদের প্রতি শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সমৃদ্ধির জন্য সহযোগিতা কামনা করেছেন।