জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ করোনা আক্রান্ত হয়েছেন। ২৪ জানুয়ারি সোমবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলা প্রশাসক নমুনা দেয়ার পর রিপোর্ট এসেছে পজেটিভ। তিনি তাঁর বাংলোতে হোম আইসোলেশনে রয়েছেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, রবিবার রাতে জ্বর ছিল। নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসলেও আমি মোটামুটি ভালো আছি। তবে শরীরের কিছুটা ব্যাথা ও কাশি আছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১০/১৫ দিন আইসোলেশনে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, গত সপ্তাহে তিনি ৩ দিনব্যাপী ডিসি কনফারান্সে যোগ দিয়েছিলেন। রোববার এসে অফিস করেন।