ঢাকাস্থ আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এড. জেসমিন সুলতানা, সম্পাদক আহসান উল্লাহ
প্রেস বিজ্ঞপ্তি :
শনিবার পুরানা পল্টনস্হ হোটেল ওয়েস্টিং এ অনুষ্ঠিত হলো ঢাকাস্হ চাঁদপুর আইনজীবী কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভা। সভায় সুপ্রীম কোর্টের আইনজীবী জেসমিন সুলতানাকে দ্বিতীয়বারের মতো সভাপতি এবং এড মোঃ আহসান উল্লাহকে সেক্রেটারী হিসাবে ঘোষণা করেন ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এড আবু সাঈদ সাগর।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এ,কে,এম জাহিদ সরোয়ার কাজল, সিনিয়র আইনজীবী এ,বি রায় চৌধুরী, সিনিয়র এডভোকেট এ,কে,এম ফয়েজ, এডভোকেট কাইয়ুম চৌধুরী,এডভোকেট আব্বাস উদ্দীন, এডভোকেট মোহঃ শাহজাহান, এড বোরহান উদ্দীন, এডভোকেট আব্দুল কাদের নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন। শনিবার বিকেল ৪ টায় প্রায় ৩০০ শত আইনজীবীর উপস্থিতিতে এ কমিটি ঘোষনা করা হয়।
পুরানা পল্টন হোটেল ওয়েস্টিং এ সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি জেসমিন সুলতানা বলেন, আমাদের সমিতির একটি সাধারণ সভা শেষে আজ নতুন কমিটি গঠন করা হলো। এই কমিটিতে দ্বিতীয়বারের মতো আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দু-একদিনের মধ্যেই আমরা নতুন কমিটির অন্যান্য পদের ব্যাক্তিদের নাম ঘোষণা করব।