দু’ একদিনের মধ্যেই চাঁদপুরের ১০ ইউপিতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ
শেষ মুহূর্তে নির্ঘুম ৬২ মনোনয়ন প্রত্যাশী
ইব্রাহীম রনি :
চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণ হতে যাচ্ছে আগামী দু’ একদিনের মধ্যে। সে লক্ষ্যে চাঁদপুরসহ দেশের আটশতাধিক ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বসছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে এ সভা।
জানা গেছে, এ বৈঠকের মাধ্যমেই দেশের বিভিন্ন স্থানের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী নির্ধারণ করবে আওয়ামী লীগ। মনোনয়ন বোর্ডের এই বৈঠক শনিবার পর্যন্ত গড়াতে পারে। বৃহস্পতিবার সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, পৌরসভার ও উপজেলার প্রার্থী চূড়ান্ত করা হবে। শুক্রবার ও শনিবার ইউপি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হবে।
এদিকে সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৬২ জন প্রার্থী এখন চূড়ান্ত টেনশনে আছেন। অনেকেরই রাত কাটছে নির্ঘুম। উপজেলা, জেলা থেকে শুরু করে কেন্দ্র তথা ঢাকা পর্যন্ত শেষ মুহূর্তেও দৌড়ঝাপ দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। তারা যে যার অবস্থান থেকে সর্বোচ্চ লবিং-তদ্বির করে যাচ্ছেন।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী বলেন, আমাদের এখানে যে ১০টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে সেগুলোর দলীয় মনোয়ন প্রত্যাশীদের নামের তালিকা তৈরি হয়ে গেছে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী বলেন, দলের সভানেত্রীর সরকারি বাসভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যে সভা হবে এর মাধ্যমেই দলীয় একক প্রার্থী নির্ধারণের সম্ভাবনা রয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী বলেন, তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। আমরা জমা দেয়ার পর বৃহস্পতিবারের মধ্যেই এটি কেন্দ্রে পাঠাবে জেলা আওয়ামী লীগ।
এর আগে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের নাম প্রস্তাব ও সমর্থন করার মধ্য দিয়ে তৈরি হয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা। এতে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পাওয়া গেছে ৬২ জন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুই জন। তারা হলেন : বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী ও থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক মালেক দেওয়ান।
আশিকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন ৫ জন। তারা হলেন : বর্তমান চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী নয়ন চন্দ্র দাস, যুবলীগ আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মামুন মাল।
৬নং মৈশাদী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান ৭ জন। তারা হলেন : জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি স্বপন গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বোরহান বেপারি, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বিদ্যুৎ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান ও স্থানীয় বাবলু খান।
শাহমাহমুদপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান ৬ জন। তারা হলেন : সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, গত নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী কামাল হোসেন খান লালু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, সহ-সভাপতি মাহফুজ খন্দকার ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন বেপারী।
রামপুরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান ৫ জন। তারা হলেন : বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সদর উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ, সাবেক ছাত্রনেতা মাহফুজুল কবির রাজু চৌধুরী, সাবেক যুবলীগ নেতা ফরিদ উদ্দিন পলাশ।
বিষ্ণুপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন ৪ জন। বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সম্পাদকীয় পদে থাকা হুমায়ুন কবির চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া বেপারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সভাপতি হাবিবুর রহমান বিটু।
১৩নং হানারচর ইউনিয়নে সভায় চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর নাম উঠে আসে। মনোনয়ন প্রত্যাশীরা হলেন : বর্তমান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুস সাত্তার রাড়ি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবু) ছৈয়াল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির মাঝি, থানা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম (কালু) চৌকিদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি মকবুল মিজি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহাদাত হাওলদার, সাবেক যুবলীগ নেতা মোজাম্মেল হোসেন টিটু ও স্থানীয় আজাদ মোল্লা।
বাগাদী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে চান ৯ জন। তারা হলেন : বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফারুক আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল লিটন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ তাহেরুল ইসলাম খান সোহাগ, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল, ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা মানিক মিয়া, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন নান্নু।
৯নং বালিয়া ইউনিয়ন ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে চান ১১ জন। তারা হলেন : ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক উল্ল্যা পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাকির বহাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামাল ঢালী, সদস্য সেলিম পাটওয়ারী, কামরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক দেলওয়ার হোসেন, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গনি।
১২নং চান্দ্রা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা পেতে চান ৫ জন। তারা হলেন : বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী, সাধারন সম্পাদক জসিম মিজি, সহ সভাপতি আবু ইউসুফ শেখ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান রাজু পাটওয়ারী।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০টি ইউপির নির্বাচন হবে আগামী ১১ নভেম্বর। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।