দেশকে ভালোবাসতে না পারলে নিজের সুন্দর আগামী গড়াও সম্ভব না : ড. অসীম কুমার দাস
হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের বাকিলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে রবিবার (১৯ নভেম্বর ) বেলা ১২ ঘটিকায় অত্র বিদ্যালয়ের হলরুমে শিক্ষার মানোন্নয়নে নিয়োমিত ছাত্রছাত্রী উপস্থিতি ও আগামী এসএসসি পরীক্ষা ২০২৪ এর পূর্ব প্রস্তুতি সম্পর্কে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃ- গোষ্ঠি উন্নয়ন প্রকল্পের পরিচালক ও বাকিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড.অসীম কুমার দাস।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ড.অসীম কুমার দাস বলেন, দেশকে ভালোবাসতে না পারলে নিজের সুন্দর আগামী গড়াও সম্ভব না,শিক্ষার্থীদের মনে রাখতে হবে সুশিক্ষিত দক্ষ নাগরিক দেশের সম্পদ। আর সে লক্ষ্যেই পড়াশুনা মনোযোগ দিয়ে করা তাদের দায়িত্ব। দক্ষ- শিক্ষিত প্রজন্মই এগিয়ে নেবে দেশকে।
অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হোসেন মোল্লা লিটন, বেলায়েত হোসেন দুলাল, অভিভাবকদের মধ্যে আওলাদ হোসেন।
অন্যান্যদের মধ্যে আরো এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল করিম, মোঃ জামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাহেরা বেগম, শিক্ষক প্রতিনিধি সুমন সাহা,রেহানা আক্তার,আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।