নদীতীর থেকে মাটি কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা, আটক ৪
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদরে ইব্রাহিমপুর ইউনিয়নে আলুপাড়া নামক স্থানে নদীর তীর থেকে মাটি কাটার অভিযোগে চারজনকে আটক করা হয়। আটকৃত চারজনকে পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ১৫ অনুযায়ী ৫০০০০ টাকা করে সর্বমোট ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলাকালে নৌ পুলিশ ও সদর থানা পুলিশের দুটি টিম মোবাইল কোর্টেকে সহযোগিতা করে। মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করেন, সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হেদায়েত উল্লাহ।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র চর এলাকায় অবৈধভাবে মাটি কেটে নিয়ে অন্যত্র বিক্রি করছিলো। এতে করে নদী তীরের বাড়িঘর ও জমিজিরাত চরম ভাঙনের সম্মুখীন। এছাড়া পুরো জীব বৈচিত্র্য, জলবায়ুসহ নানা রকম ক্ষতিসাধন হয়ে আসছে একদিকে অন্যদিকে লাখ লাখ টাকা বিনা বাঁধায় ঐ চক্রটি মাটি চুরি করে আসছিলো। গত শুক্রবার এ সংক্রান্ত একটি স্বচিত্র প্রতিবেদনও চাঁদপুর প্রতিদিনের লিডে প্রকাশ হয়। অতঃপর বিষয়টি জেলা প্রশাসক কামরুল হাসানের নজরে আসে এবং তিনি তড়িৎ ব্যবস্থা গ্রহন করেন। জানা গেছে, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।