নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করলে আইনের আওতায় আনা হবে : জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ৭ অক্টোবর শুক্রবার সকালে জেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে পথসভা ও নৌ র্যালি অনুষ্ঠিত হয়। শহরের বড় স্টেশন মোলহেড থেকে এ অভিযানের উদ্বোধন করেন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন, নদী আমার, মাছ আমার এবং এর ব্যবস্থাপনাও আমার। সচেতন হলে চাঁদপুরে ইলিশের ঐতিহ্য আবার ফিরে আসবে। এই অভিযান সফল করার জন্য প্রশাসনের সকল বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। ইলিশ আহরণকারীদের কোন প্রকার ছাড় দিবো না। রাষ্ট্রের সিদ্ধান্ত মেনে চলা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
তিনি আরো বলেন, ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে। শুধুমাত্র ইলিশ নয়, এই ২২দিন নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞার সময় যারা নদীতে মাছ শিকার করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। মা ইলিশ সংরক্ষণে গত বছর কার্ডধারীদের ২০ কেজি করে চাল দেয়া হয়েছিল, যা এ বছর ২৫ কেজি করে দেয়া হবে। নদীতে কোন জেলেকে মাছ ধরা অবস্থায় পাওয়া গেলে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
হাইমচর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস।
পথসভা শেষে উপস্থিত জনসাধারণের মাঝে মা ইলিশ সংরক্ষণ বিষয়ক লিফলেট বিতরণ করেন টাস্কফোর্স কমিটির সদস্যরা। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে মেঘনার মোহনায় নৌ-র্যালিতে অংশ নেন।