পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা আ.লীগের বর্ণাঢ্য র্যালী
নিজস্ব প্রতিবেদক :
আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক এই মুহূর্তকে উদযাপনের লক্ষ্যে গতকাল ২৫ জুন শনিবার সকাল ৯টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে শুরু হয়ে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে পূণরায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে গিয়ে সমাপ্ত হয়।
র্যালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি-সংবলিত পোস্টার, ফেস্টুন, টিশার্ট, ক্যাপ ও পদ্মা সেতুর ব্যানার নিয়ে শ্লোগানে শ্লোগানে শহর মুখরিত করেন দলীয় নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহছান উল্লাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম মিয়াজী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশীদ সাগর, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক সদস্য অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী, পৌর আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জু মাঝি, জেলা যুবলীগের আহŸায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-আহŸায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম-আহŸায়ক আবু পাটওয়ারী, ঝন্টু দাস, সদস্য অরুপ কর্মকার, মহিলা আ.লীগ নেত্রী রেনু বেগম, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।