প্রয়াত আ.লীগ নেতাকর্মীদের কবরে শ্রদ্ধা নিবেদন ও পরিবারের খোঁজ নিলেন সুজিত রায় নন্দী
নিজস্ব প্রতিবেদক :
সদ্য প্রয়াত আওয়ামীলীগ নেতা ও কর্মিদের কবরে শ্রদ্ধা নিবেদন ও পরিবারের খোজ খবর নিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী।
তিনি গতাকাল ৮ সেপ্টেম্বর সকালে শহরের গুনরাজদী পাটওয়ারী বাড়ী নিবাসী চাঁদপুর পৌর আওয়ামী লীগের সদস্য সদ্য প্রয়াত মিজান পাটওয়ারীর কবর জেয়ারত ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন পাটওয়ারীর মায়ের কবর জেয়ারত এবং মরহুমদ্বয়ের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সদস্য দুলাল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোরশেদ হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন পাটওয়ারী প্রমুখ।