বলাখালে দোকান উদ্বোধনের পর তবারুক বিতরণকালে পিকআপ চাপায় পিতা-পুত্র নিহত
মুন্সি মোহাম্মদ মনির/শাখাওয়াত হোসেন শামীম :
দোকান উদ্বোধনের পর তাবাররুক বিতরণ করতে গিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপের চাপায় নিহত হয়েছেন বাবা ও ছেলে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বলাখাল বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন : জিল্লুর রহমান (৪৬) ও ছোট ছেলে বায়জিদ (৮)। তাদের গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার নাছির নগর উপজেলার শ্রীপুর গ্রামে ।
নিহতের বড় ছেলে জুবায়ের জানান, আজ (শুক্রবার) বলাখাল বাজারে মদিনা প্লাস্টিকের দোকান উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পাশের দোকানদারকে মিলাদের তাবাররুক দিতে গেলে আমার বাবা ও ভাই বেপরোয়া পিকআপটি চাপা দেয়। এতে তাদের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজেদুল করিম জোয়ার্দার দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনেন।
হাজীগঞ্জ থানা তদন্ত ওসি ইব্রাহিম খলিল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপারে চাপায় গুরুতর আহত দু’জনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছেন। খবর পেয়ে পুলিশ পিকআপটি আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।