বাকিলা ইউপিতে ৭শতাধিক দরিদ্র পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ
শাখাওয়াত হোসেন শামীম :
বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণের লক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য জেষ্ঠ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাণিজ্য মণ্ত্রণালয় কর্তৃক ভর্তুকি দিয়ে সারাদেশে নিত্য প্রয়োজনী পণ্য কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ১২ টি ওয়ার্ডের প্রতিটিতেই প্রতি মাসে তালিকাভূক্ত কার্ডধারী দরিদ্র নারী-পুরুষদের মাঝে ২ বার ২ কেজি চিনি, ২লিটার সয়াবিন তৈল ও ১ কেজি চিনি প্যাকেজে ৪০৫ টাকা মূল্যে বিক্রি এবং বিতরন কার্যক্রম অব্যাহত আছে।
বুধবার (১৪ ডিসেম্বর ) সকাল-বিকাল হাজীগঞ্জ উপজেলাধীন ০২ নং বাকিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৭০৪ জন দরিদ্র পরিবারের মধ্যে বিতরন করা হয়। তালিকাকৃত কার্ডধারী বয়স্ক নারী-পুরুষগণ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে ৪০৫ টাকা হিসেবে জমা দেয় দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির কাছে।
ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন,দেশের প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণকল্পে সরকারের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।বর্তমান সরকার জনবান্ধব। ইউনিয়নের দরিদ্র জনগণকে রাষ্ট্রের এমন সুবিধা সেবা দিতে পেরে সত্যি আনন্দ লাগছে।
টিসিবির ডিলার আবরার ট্রেডার্স এর স্বত্তাধিকারী মোঃ সুরুজ মিয়া বলেন,সরকারী নির্দেশনানুযায়ী আমি সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিক্রি ও বিতরণ করছি।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান ওয়ার্ড মেম্বারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে চেয়ারম্যান নির্দিষ্ট কার্ডধারীর হাতে টিসিবির পণ্য তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।
বিতরণ কাজে দায়িত্ব পালন ও সহযোগিতা করেন, ইউপি সচিব মোঃ নাসির শেখ, প্যানেল চেয়ারম্যান ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মানিক হোসেন,প্যানেল চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ রেহানা বেগম,১ নং ওয়ার্ড মেম্বার মোঃ দুলাল, ২ নং ওয়ার্ড মেম্বার মাছুম বিল্লাহ,৩ নং ওয়ার্ড মেম্বার ইয়াছিন শেখ,৪ নং ওয়ার্ড মেম্বার রবিউল আলম অরুণ,৫ নং ওয়ার্ড মেম্বার,সংরক্ষিত মহিলা সদস্য মাহমুদা বেগম, নার্গিস আক্তার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।