বাবুরহাটে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় মতলব রােড থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযােগ পাওয়া গেছে। নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামে।
স্কুলছাত্রীর পরিবার অভিযোগ করেন, ওই তরুণী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে নবম শ্রেণিতে পড়াশোনা করে। বৃহস্পতিবার দুপুরে স্কুলে এসে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরছিল সে। পথিমধ্যে মতলব রোড রালদিয়া গ্রামের মনির ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া (মেহেদী) সিএনজিযােগে মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, অপ্রাপ্ত বয়স্ক ও তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরেই তারা পালিয়ে যেতে পারে।