মতলবের সাবেক সংসদ সদস্য এম রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব দক্ষিণের বাইশপুরের কৃতি সন্তান সাবেক বিমানবাহিনীর প্রধান ও চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এম রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৫ সেপ্টেম্বর সকালে এম রফিকুল ইসলামের ছোটভাই বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ব্যাংকার তওফিকুল ইসলাম দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। এজন্যে তিনি পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।