মতলব উত্তরে কিশোরী ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
কামরুজ্জামান হারুন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের মামলায় মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সেই ইমাম। বুধবার (৬ এপ্রিল) মতলব উত্তর উপজেলার কালীপুর বাজার এলাকা হইতে মতলব উত্তর থানার পুলিশ ওই ইমামকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানায়, বিগত দিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের জনৈক ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিল স্থানীয় সানকিভাঙ্গা বায়তুল আমান জামে মসজিদের ইমাম মোঃ মাহবুব আলম (২৮)। এরই মধ্যে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়।
গত ২৯ মার্চ ঘটনাটি প্রকাশ হলে স্থানীয় লোকজনের মাধ্যমে সমাধানের চেষ্টা হয়েছিল। কিন্তু কোন সমাধান হয়নি। বরং ইমাম গা ঢাকা দেন।
মাহবুব আলম মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে। সানকিভাঙ্গা গ্রামের মসজিদে ইমাম হিসেবে চাকুরী করতেন। পরবর্তীতে ৩১ মার্চ ভিকটিমের মা বাদী হয়ে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।