মতলব উত্তর-দক্ষিণের ১৭ ইউপি নির্বাচন : ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, থাকছে বিজিবি-র্যাব
নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল রোববার ২৮ নভেম্বর মতলব উত্তরের ১৩ ইউনিয়ন ও মতলব দক্ষিণ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই প্রতিটি ইউনিয়নে নির্বাচনের আগের দু দিন এবং পরের একদিন আইনশৃঙ্খলার রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তাদের সঙ্গে থাকবে বিজিবি, র্যাব, আনসার বাহিনী। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। যার নেতৃত্বে থেকে তদারকি করছেন পুলিশ সুপার মিলন মাহমুদ।
এদিকে ২৫ নভেম্বর জেলা প্রশাসনের আদেশে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারকের প্রেক্ষিতে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ৩য় ধাপে চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম এবং উক্ত আইনের তফসিলে বর্ণিত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী ২৬ নভেম্বর ২০২১ হতে ২৯ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য নিম্নবর্ণিত উপজেলা নির্বাহী অফিসার/সহকারী কমিশনার (ভূমি)/সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত নির্বাচনী এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়োগ করা হলো।
ফতেপুর পূর্ব ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. খোরশেদ আলম চৌধুরী। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি।
মোহনপুর ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার এনামুল হাছান। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি।
এখলাশপুর ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি।
এখলাশপুর ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাস। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি।
ষাটনল ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার কাজী শামীম। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি।
কলাকান্দা ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার ইবনে আল জায়েদ হোসেন। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি।
সুলতানাবাদ ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার ইমরান-মাহমুদ-ডালিম। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব।
ইসলামাবাদ ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব।
সাদুল্লাপুর ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব।
ফতেহপুর পশ্চিম ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াই হলা চৌধুরী। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব।
দূর্গাপুর ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব।
ফরাজীকান্দি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব।
বাগানবাড়ি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব।
গজরা ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে আনসার।
এদিকে মতলব দক্ষিণের ৪টি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য উপাদী দক্ষিণ ইউনিয়নে নিয়োগ দেয়া হয়েছে হাজীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক ও কচুয়ার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি। এখানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি ও র্যাব।
উপাদী উত্তর ইউনিয়নের দায়িত্বে থাকবেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স থাকবে বিজিবি ও র্যাব।
নায়েরগাও উত্তর ইউনিয়নের দায়িত্বে থাকবেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন ও সহকারী কমিশনার এ এইচএম ফখরুল হোসাইন। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স থাকবে বিজিবি ও র্যাব।
নায়েরগাও দক্ষিণ ইউনিয়নের দায়িত্বে থাকবেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া ও সহকারী কমিশনার এ এইচএম ফখরুল হোসাইন। এ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স থাকবে বিজিবি ও র্যাব।
এছাড়া মতলব দক্ষিণের সকল ইউনিয়নে থাকবেন সহকারী কমিশনার আবিদা সিফাত। তার স্টাইকিং ফোর্স হিসেবে থাকবে আনসার।