মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাস্থ নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোরাধারী তিন রাস্তার মোড়ে বৈদ্যুতিক শক সার্কিটের কারনে ২৩ অক্টোবর দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় ৪টি দোকান পুরে ভূস্মিভূত হয়েছে। অগ্নিকান্ড নির্বাপন কার্যক্রমে পরিচালনা প্রদান করেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান নূর।
জানা যায় যে, সময় গভীর রাত ১টা। সবাই ঘুমে আচ্ছন্ন। আবহাওয়ার প্রভাবে সন্ধ্যা নামার আগে থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছে। রাস্তায় লোক সমাগম খুব কম ছিল। মোড়ের দোকানীগণ প্রতিদিনের মত দোকান পরিচালনা করে নির্ধারিত সময়ে বন্ধ করে বাসায় চলে যান। গভীর রাতে বৈদ্যুতিক শক সার্কিটের কারনে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে থাকে। ৪টি দোকান পাশাপাশি অবস্থায় থাকায় ক্ষয়ক্ষতির পরিমান খুব বেশি। এ অগ্নিকান্ডের ঘটনায় দোকান পরিচালকদের দৃষ্টিতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান ৫ লক্ষাধিক টাকা ধারনা করা হয়েছে। পাশাপাশি ৩০ লক্ষাধিক টাকার মালামাল ও সরঞ্জাম মতলব ফায়ার স্টেশন কতৃক উদ্ধার করা হয়েছে। প্রথম দোকান পরিচালক গাজী মোঃ আবুল হোসেন, পিতা-মৃত কালু মিয়া ফার্মেসী ব্যবসা করতেন, দ্বিতীয় দোকানের পরিচালক মোঃ শাহাবুদ্দিন, পিতা-স্যামেশা গাজী, ভ্যারাইটিজ ষ্টোর পরিচালনা করতেন, তৃতীয় দোকান পরিচালক জিল্লুর রহমান, পিতা- মৃত আমিন মিয়া, মুদি ব্যবসা পরিচালনা করতেন, চতুর্থ দোকান পরিচালক মোঃ আসলাম, পিতা- মৃত আশ্রাফ আলী শাহ্ চা ব্যবসা পরিচালনা করতেন। উপরে উল্লেখিত সবাই নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আলিয়ারা গ্রামের ঘোড়াধারী তিন রাস্তার মোড়ে নিজ নিজ ব্যবসা পরিচালনা করেন।
এসময় মতলব দক্ষিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ২টি ইউনিট কতৃক অগ্নি নির্বাপন করা হয়।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আসাদুজ্জামান নূর বলেন, বৈদ্যুতিক শক সার্কিট একটি অনাকাঙ্খিত দূর্ঘটনা। দেশে ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়ছে, ঘূর্ণিঝড় ও অগ্নিকান্ড এড়িয়ে চলতে সবাই সতর্ক থাকুন।

 

শেয়ার করুন